বিধাতার কলমের মুখে লেগে থাকা
ধ্বংস- সৃষ্টির উপন্যাস,
মাটির অক্ষর দিয়ে তৈরি মানুষ
শব্দের মতো ভিড় জমায় সেই উপন্যাসে !

বর্ণমালার বয়স বাড়ে,
একে একে খসে যায় নক্ষত্রেরা,
তেতো হয়ে আসে রক্তের স্বাদ ;
ঘুমের ভেতর ট্রাফিক জ্যাম
স্বপ্নের আটকে থেকে লাল সিগন্যালে।

দুর্ভিক্ষের শেকড় শুষতে থাকে
সভ্যতার প্রাণ, অমরত্বের ঠিকানায়
বাধা হয়ে দাঁড়ায় লাল গোলাপের কাঁটা,
মানুষ উদ্ভিদের ছদ্মবেশে মুখ লুকায়
কংক্রিটের জঙ্গলে !