এখনো বসন্ত ফোটেনি,
তবুও সবাই ছিলো হাসিমুখে - মায়ের মতন!
আর আদরের ফুলদানিতে সাজিয়ে
রাখা রঙিন আবেগ ,
কেবল একটি নদী শুকিয়ে গেছে মস্ত অনাদরে ,
মহাকাশে মরীচিকা,
পথ ভুল করা ধূমকেতু
দিয়ে যায় প্রেমিকার ডাকনাম !
হৃদয়ে আগুন ধরায় যে ফাগুন
তার বয়স কবিতার থেকেও প্রাচীন,
আমিও পুরাতন হয়ে যাচ্ছি ধীরে ধীরে,
তুমি আমায় খুঁজে নিও
রাজপথে - বসন্তের ইনকিলাবে !