নক্ষত্রেরা নিঃসঙ্গ,
আমার হৃদয়ের মতো তারাও
উজ্জ্বলতার আস্তানা খুঁজে বেড়ায় ।
জড় প্রতিবিম্ব আয়না থেকে
বেরিয়ে এসে আলিঙ্গন করছে আমায় ,
আমি হৃদয়ের আঁধারে দুচোখ মেলে
অনুভব করতে পারিনি সে সুখের কান্না।
ইহলোকের সব অভাব একদিন শিল্প হয়ে
বাজারে বিক্রি হয় সস্তা দরে,
আর সূর্য ডোবার পর ওরা খোদার দরবারে
ঝুঁকে পড়ে নালিশের চিরকুট নিয়ে ।
যারা হৃদয়ে আঁচড় দেয় তারাই আবার
একটি লাল গোলাপ হাতে ধরিয়ে
একান্ত আপন করার অভিনয় করে ,
তারপর চেনামুখ একদিন ধরা দেয়
নিয়ন আলোর ফুটপাথে বহুরূপী বেশে ,
আর নিঃসঙ্গতা তখন ভীড় করে
ধূসর আকাশের প্রতিটি নক্ষত্রের বুকে !