প্রতিটি সূর্যাস্ত,
প্রতিটি সূর্যোদয়,
জনহীন রাজপথ থেকে ব্যস্ত যানজট,
চেনা মানুষের রাগ, হিংসা, ঘৃণা
উপগ্রহের মত ঘুরে বেড়ায়
ভালোবাসার রূপ নিয়ে
আমার চারপাশে !
হিমবাহের মতো গলে আসছে সময়,
আমরা স্রোত কুড়োতে পারিনি -
হৃদয়ের পাখি পোষ মানেনি,
সম্পর্কের অকালমৃত্যু,
চৌকাঠে বসে রোজ সূর্যাস্ত দেখি ,
কানে লেগে থাকা চেনা ছন্দ
বুকের বামদিকে বাজতে থাকে,
পুরাতন ব্যথাদের সমাবেত চিৎকার,
আমার মনে পড়ে কিভাবে
প্রিয়জনের মৃত্যুর মহড়া মঞ্চস্থ হয়েছিলো,
আঙুল থেকে গ্যাসবেলুনের সুতো খসে গেছিল
আকাশের দিকে বৃথা হাত বাড়িয়ে তাই
মেঘেদের ছুঁতে চাওয়া ,
তোমরা আমাকে রাতের সব তারা গুনতে বলেছিলে
আমি তখন থেকেই নিশাচর পাখিদের দলে ভিড়ে গেছি
আর কালপুরুষের কাঁধে হাত রেখে বন্ধু বলে ডাক দিয়েছি,
স্বপ্নদের ঘুম পায়,ওদের মাথা ঢলে পড়ে বাস্তবতার কোলে ,
বালিশে জমা হওয়া গত রাতের কল্পনা সমূহ
কেজি দরে বিক্রি হয় ফুটপাতে,
বিলাসিতার বাগানে রোজ একটা করে
গোলাপ ফোটে, তোমাদের ফুল অপছন্দ
তাই ঘৃণা করো আমাদের!
পুড়তে থাকা জীবনের আঁচে আমরা
এখনো আগুন পোহাচ্ছি,
কান্তির পৌষ আমাদের পাঁজরে
তুষার ধ্বনি দিচ্ছে ,
জীবন তখন এগিয়ে যাচ্ছে মৃত নদীর মতো, মোহনার খোঁজে!