মহাকাশের আগাছা হয়ে জন্মানো
asteroid গুলো ফাটাচ্ছি,
এখান থেকে দেখা যাচ্ছে
নীল রঙের পৃথিবী, রূপোলী
চাঁদ কোলে নিয়ে হেঁটে চলছে!

পৃথিবীর কোলাহল শুনে
থমকে গেছে সৌরঝড়,
হিংস্রতার তেজে ঝলসে
গেছে সূর্যের এক পিঠ ;
আরেক পিঠে লেখা হচ্ছে
ধ্বংসের পাণ্ডুলিপি,

পৃথিবীর বুকে আছড়ে পড়ার আগেই
asteriod গুলো মুখ ফিরিয়ে নিচ্ছে,
একদিন সভ্যতার পায়ের ছাপ
মুছে দেবে আগাছাগুলো —
তখন ধূসর রঙের পৃথিবী
চাঁদের বুকে মাথা রেখে কাঁদবে !