শেষ কবে কারুর ঠোঁটে ঠোঁট লাগিয়েছি মনে নেই
শেষ কবে কারুর গালে চুমু খেয়েছি মনে নেই ,
শেষ কবে কাউকে সক্ষম করে জড়িয়ে
তার এলোমেলো চুলগুলো সরিয়ে
কানেকানে ফিসফিস করে বলেছি
"ভালোবাসি তোমায় " মনে নেই !!
আজ বসন্ত এসেছে ,
স্নায়ুকোষে প্রেম রসের উদ্গিরণ হচ্ছে
পুরানো দিনগুলো নতুন করে
ফিরে পাওয়ার আশা জেগেছে ,
"শোনো তুমি কি আমার হবে ?
বোলো তুমি কি আমার হবে ? "
এই বসন্ত আমায় মনে করিয়ে দেয়
গঙ্গার পাড়ে কাটানো তার সঙ্গে ৩৭ মিনিটের কথা ,
কোনোদিন ভাবতেই পারিনি
ওটাই শেষ দেখা
ওটাই শেষ conversation
ওটাই শেষ চুম্বন !!
তারপর কত বসন্ত এলো
কত বসন্ত চলে গেলো
কত জনার সাথে গঙ্গার পাড়ে গেছি
কত জনার হাতে রেখেছি হাত
কত জনার ঠোঁটে রেখেছি ঠোঁট
তবুও ওই ৩৭ মিনিটের কোনো replacementনেই
তবুও প্রথম প্রেমের কোনো replacement নেই
তবুও প্রথম প্রেমিকার কোনো replacementনেই !!
কোনো এক বসন্তের রাতে ,
একই ছাদের নিচে , আলাদা ছাদের উপর
কত সময় কাটিয়েছি ,
এই আকাশ , বাতাস , ছাদ , চাঁদ , তারা সবাই সাক্ষী।
আজও আমি আমার অন্ধকার একলা ঘরে
জানালার পাশে বসে , একটা জ্বলন্ত
জয়েন্ট হাতে নিয়ে তোর কথা ভাবি
জানি তুইও আমার কথাই ভাবছিস
তবে অন্য কারুর কোলে মাথা রেখে
অন্য কারুর পাশে শুয়ে
অন্য কাউকে জড়িয়ে ধরে।
এখনো বসন্ত আছে ,
সেই পুরানো দিনগুলো ফিরে পাওয়ার
আশা আছে ,
"আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তোর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে"
আরো একবার প্রশ্ন করতে চায় ,
ভালোবাসা তোমার রং কি ?
লাল-নীল-সবুজ-নাকি হলুদ
আরো একবার আমি আমার
হারিয়ে যাওয়া ঘুড়ি কে প্রশ্ন করতে চাই ,
"ঘুড়ি তুমি কার আকাশে উড়ো
তার আকাশ কি আমার থেকেও বড়ো? "