নিকষ কালো আঁধার নামার আগে
সবাই আকাশের মতো রঙিন,
তারপর আসে নদীর শুকিয়ে যাওয়া,
স্মৃতির খামে মোড়া নারীর  বিষাক্ত মায়া,
চিঠিতে লেখা প্রিয় কবির মৃত্যু সংবাদ,
কারবালার প্রান্তরে মহরমের আর্তনাদ,
একুশের তাজা রক্তে রাঙা
দেশের  জাতীয় পতাকা,
শেষ নক্ষত্রের নিভে যাওয়া - রকমারি,
শোকের থেকেও স্মৃতির পাল্লা যেনো ভারী ।
আসলে,  দীর্ঘদিন শোক পালন করলে
ধীরে ধীরে সেটা উৎসব হয়ে যায় !