হায় শীত — কমলালেবুর ঘ্রাণের শীত,
মধ্যরাতের কুয়াশায়
আলোর দম বন্ধ হয়ে আসা শীত,
বুনো নদীর বুকে জমে যাওয়া শীত ,
উষ্ণতার পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়ানো শীত !
অতীত আর ভবিষ্যতের মাঝে যেটুকু
সময় মুখ গুঁজে বেঁচে ছিলো,
তারও কম ছিলো শীতের আয়ু;
হারিয়ে যাওয়ার পথে একটু হিম রয়ে
যায় বসন্তের কোনো বেনামী ভোরে ,
বাকিটুকু শীতলতা রেখে গেছে প্রেমিকার হৃদয়ে!