আলিঙ্গনের ঘ্রাণ বহুবার দূরত্ব
পর্যন্ত পৌঁছতে পারেনি,
বরং বসন্তের বাতাস বার বার
শরীর ছুঁয়ে যাচ্ছিলো,
শিশিরের স্তরে প্রশমিত শহর
বিকেল ও সন্ধ্যার আলিঙ্গন এঁকেছিলো,
নীরবতার চৌকাঠ পেরিয়ে তারা রাত্রি হতে চেয়েছিলো,
ফুটপাথের প্রেম একদিন স্থান পায় রাজপথে
তারপর বসন্তের আলিঙ্গনে নুয়ে পড়ে শীতলতম ঋতু
আর কাজলের রেখা বরাবর অপেক্ষার দূরত্ব কমে
চোখের পাতার আলিঙ্গনে!