আজ কাল বা পরশু
যদি শাসকেরা হয় দস্যু,
উন্নয়নের চাকা যদি হয় বে-লাইন
বুঝে নিও আসলে তোমরা পরাধীন,
শাস্ত্রের দোহাই দিয়ে অস্ত্রের লড়াই
কি দারুন নৈরাজ্যে আকাশ পুড়ে ছাই,
কি দারুন ক্ষুধায় বেকারত্ব ভেসে যায়,
আজ কাল বা পরশু
শাসকেরা হয়ে যায় দস্যু,
তুমি গুণী তবু আধপেটা খেয়ে মরে
রাজা খুনী তবু তাকে ভগবান বলে ডাকে,
দেশ বেচে কিনে আনে মগজ ধোলাই যন্ত্র,
মানব বোমায় ঝলসে যায় ঠুনকো গনতন্ত্র
আজ কাল বা পরশু
শাসকেরা হয়ে যায় দস্যু,
বন্ধু তবে মগজাস্ত্রে দিয়ো রোজ শান ,
সফেদ দেওয়ালে লিখো বিপ্লবের স্লোগান
আজ কাল বা পরশু , হবেই তোমাদের জয়গান।