দীর্ঘতম রাত্রি,
দাবানলে পুড়তে থাকা আমাদের হৃদয়
মধ্যরাতের কুয়াশায় শীত পোহায়,
হৃদয় নিয়েছে অবসর
তবুও প্রেম আসে বারো মাস
আর বিরহের তৃষ্ণা নিয়ে ক্ষয়ে যায় ;
পুনর্জন্মের স্বপ্ন দেখা তোমার দুচোখ ,
দুচোখের দৃষ্টিতে লেখা ছিল
ভালোবাসার এপিটাফ,
আমার হৃদয়ের কোলাহল
থমকে দাঁড়ায় পথ পাল্টানোর মুহূর্তে,
স্তব্ধতা পূর্ণতা পায়, আধলেখা উপন্যাসের মতো
প্রেম শুধু বাকি থাকে দীর্ঘতম রাতে !