একেলা যখন থাকি
অনেক দূরে
নিয়ে যায় না তো কেউ
বলে না কেউ
আয় বাবা,
গোসল করিয়ে দেই।
বলে না তো কেউ
আয় বাবা, খাইয়ে দেই ।
বলে না তো কেউ
আয় বাবা, ঘুম পাড়িয়ে দেই।
কে বলবে?
কেননা সেখানে যে মা নেই।
দেখি নাই, শুনি নাই
মা ছাড়া কেউ দিতে পারে
এমন স্বার্থ হীন ভালোবাসা।
স্বার্থান্ধ, এই দুনিয়ায়
মায়ের মতো আপন,
মায়ের মতো স্বজন,
এক পাড়াতে খুঁজলে
এ মন বাঁধা মানে না।
দশ পাড়াতে ঘুরলেও হয় না
এমন আরেকটা জন।
লাথ্থি, উষ্টা খেয়ে
মায়ের কলেতে হয় ঠাই।
মায়ের কোলেতেই রই।