শোন!
তোমাদের মাঝে থেকেও
কেমন যেনো
নিজেকে মনে হচ্ছে, একাকী।
বুঝতে পারি না,
কেন এত আনমনা,
এ মন।
পাশে পেয়ে স্বজন,
তবুও কেন একাকী এ মন।
হু...ম, অজানা অবশ্য
তার কারন।
হয় তো,
যন্ত্রনা, ক্ষত অনেকটা গভীর।
যা হয় তো,
যাবে না পরিমাপ করে দেখা।
জানি,
ছেড়ে গেছে আমার মনের,
সুখ পাখিটা।
বারে বারে ডাকলে তাকে,
দিবে না যে সাড়া।
আসবে না ফিরে,
আর কোনো দিন,
এই মনের মাঝে।
সারাটা ক্ষণ,
পুরানো স্মৃতি গুলি,
থেকে থেকে দেয় নাড়া।
মেনে নিয়েছি,
আমি একেলা।
নির্দেশনা এমন ই,
যে দুনিয়ায় থাকতে হবে,
সংগ্রাম করে, ধৈর্য্য ধরে।
পারব তা, ইনশা আল্লাহ্।
চাই!
এমন একজন প্রীতিভাজন,
যে কি না হবে,
স্বজনের চেয়েও আপন।
চাই!
এমন একজন প্রিয়জন,
যাকে বলতে পারব,
সবটা।
মন খুলে।
প্রাণটা ভরে যাবে,
যার সাথে গল্প করে।
সমস্ত ক্লান্তি,
যাবে মুছে,
দেখে,
যার মুখের হাসিটা।
যে বুঝে নিবে আমার,
মনটা।
আশায়! আশায়!
আমার সব ভাবনা।