আবু সাঈদ শ্রেষ্ঠ সন্তান মহান পুরুষ বীর
দেশের জন্য জীবন দিলো করে নাই নত শির।
মাতৃভূমি মায়ের সমান জীবনের চেয়ে দামী
জীবন দিয়ে দেখিয়ে গেল জনতার মুক্তিকামী।
পাষাণ বিনা কে কাঁদে নাই? দেখে সেই আত্মদান!
কোটি বিবেক উঠিল জেগে তার শাশ্বত আহ্বান ;
স্মৃতি তার বুকে নিয়ে সব বিপ্লবী জনতা যত,
গড়ে দিলো অজেয় প্রাচীর মুক্তির উপমা শত।
আবু সাঈদ সোনার ছেলে মুক্তির মহান বীর
তোমার কাছে ঋণী সবাই তুমি শ্রেষ্ঠ শতাব্দীর।
বাংলার প্রতি মায়ের ঘরে আসুক এমন বীর
সন্তান মাগো মানুষ হবে উঁচু রবে চির শির।