আমাদের মাঝে কিছু কবিকে দেখলাম তারা শুধু কবিতাই লিখেন। কিন্তু অন্যদের কবিতা গুলো তেমন পড়েন না, আর পড়লেও মন্তব্য করার প্রতি কারো গুরুত্ব থাকেনা। সুতরাং কবিতা শুধু পড়লেই হবেনা কবিতার আরো খুটিনাটি বিষয় সমূহ বিস্তারিত জানতে হলে মন্তব্য করা প্রয়োজনীয়। আবার কেউ কেউ দেখি কেবল দ্বায় সারার জন্য শুধু ভালো লাগলো, সুন্দর হইছে এইসব লিখে। কেন কবিতার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে একটু দীর্ঘ করে মন্তব্য করলে কি হয়?