মিনতি আমার শুনিস
ওরে চুঁড়ুই পাখি
কোথাও যদি জায়গা না পাস
বাঁধিস বাসা
আমার ঘরের কোণে।
খড় কুঁটো দেবো এনে
নিজের মত নিস বুনে।
টিনের কোণে ফুটো দিয়ে
রাত্রি জাগলে চাঁদ দেখিস
বর্ষা এলে বন্ধ করিস ছিদ্রটা
বৃষ্টিতে যেন না ভিজিস।
কিচিরমিচির করবি তুই
নাচবি নিত্য রোজ,
আমনের ধান খাবি পেট ভরে
আমার সারা উঠোনে।
উঠোনের ওপাশে
আছে টুনির বাসা
আমি কভু চলে গেলে
তার সাথে বলিস কথা।
মিনতি আমার রাখিস
ওরে চুঁড়ুই পাখি
থাকলে তুই আমার ঘরে
মনে হয় কি যেন আছে?
চলে গেল লাগে ভয়
সবই যেন হাওয়ায় ভাসে।
...............২৬/০৫/২০১৪