মেঘে ঢেকেছে সারা আকাশ
গ্রীষ্মের শেষ কোন এক দিনে,
কালো মেঘের আঁখি বেয়ে
বর্ষার প্রথম বৃষ্টি ফোঁটা হয়ে
ঝরে পড়ল ধুলোর ধরনিতে ।
নিষ্ঠুর গগন কেঁদেছে আজ
বিনম্রতার সাথে নিশ্চুপ
বিনা বজ্র পাতে ।
উদিত সূর্য্য ক্ষনিকেই গেল ডুবে
ঊষার লগনে,
আলোয় ভরা আকাশ হল
তীমির রাতের রকমে ।
মানব জাতি দেখে বিস্ময়!!!
কল্পনায় আত্মহারা ।
সে দিন;
নিষ্ঠুর নয়নের জল পড়েছিল
মুক্তোর মত করে,
তার সাথে এক হয়ে
শুঁকনো পাতা কেঁদেছিল
যেন উচ্চস্বরে ।
সবুজ পাতা ধুইয়ে দিল
ধুইলো ধুর্বাঘাস,
প্রবল হাওয়া তার জন্য
হল মৃদু বাতাস,
পাঁপড়ি ঝরা ফুলগুলো তাই
বিলায়নি সুবাস ।
নতুন কুঁড়ি জানান দিল
আগামীর আভাস ।
আজ মেঘে নিলো প্রতিশোধ
রোদের সাথে করে অভিমান
কেঁদেছে একাই অভিমানি মেঘ ।
কারণ! গ্রীষ্মের খরতাপে
অতিষ্টিত ভুবনটাকে সস্তি এনে দিতে
দ্যূত হয়ে নেমে এলো আকাশ হতে
বর্ষার প্রথম বৃষ্টি ।
(২০শে জুলাই ২০১০)