আজ চৈত্রের শেষ দিন
শুধু সূর্যাস্ত হওয়ার বাকী
নতুন দিনের আগমনে সবাই
ভুলে যেতে চায় পুরনো সব স্মৃতি
অতীতের পিছু টানকে নতুনের
ব্যবধানে রাখে সবাই ।
আমি কেবল আমার
আদিত্ত্বেই থেকে যাই
আর সেখানেই যেন আমার
অতীতের না পাওয়া, মন থেকে চাওয়া
অনেক কিছু খুঁজে পাই
তাই আমি অতীতেই ফিরে যেতে চাই ।
নতুনকে বরণ করার জন্য অন্যরা সবাই
প্রতিক্ষার ন্যায় হয়ে থাকে ব্যাকুল
লাল রক্তিম সূর্য যখন উদিত হবে ঊষা ক্ষণে
আর সাথে নিয়ে আসবে নূতন বছর
তাই সেখানেই তারা মশগুল ।
'এখন পহেলা বৈশাখ'
সুতো ছেঁড়া ঘুড়ির মতন
উড়ছে সবার মনের ঘুড়ি
আর বলছে অন্যকে,
সব দুঃখ বিরহ ভুলে এসো
এসো এক হয়ে মোদের সাথে
হারিয়ে যাও স্বপ্নের দেশে, নব আনন্দে, আর
বাতাসে ওড়াও মনের ঘুড়ি ।
কিন্তু আমি কেবল আমার
আদিত্ত্বেই থেকে যাই
আর বর্তমানোতীতের সমঝোতায়
বাস্তবতাকে উপলব্ধি করে যাই ।
(২০/০৬/২০০৮)