তুমি বললেই আমি হাত বাড়াবো বহুদূর,
তুমি বললেই পাড়ি দেব সীমানার খোঁজে।

তুমি বললেই ছড়াবো রওশন দুয়ার মন মাঝে, তুই বললেই ফোটাবো ফুল ঊর্ধ্ব কাশে।।

তুমি বললেই ডাক পাঠাবো মেঘ বালিকাদের যারা সঙ্গী হবে তোমার ,
তুমি  বললেই হব পাখি,শোনাতে গান আমি গুনগুনিয়ে।

তুমি বললেই  রোমান্সের কাজল মেখে,দেবো উজাড় সীমাহীন ভালোবাসা।।

তুমি বললেই আমি হবো তোমার, থাকিতে মত্ত শুধু তোমাতে, গাইবো মোরা ভালোবাসার জয়গান।।