তোমার ভাবনাতে লুকোচুরি খেলি আমি যেন নিজেকে নিয়ে, ভাবি আমি কিছু ভাবতে এ এক ভালোবাসারী চতুষ্কোণ হয়ে জুড়ে থাকতে।
তোমার ভাবনাতে মন বাতাসির মেঘালি বেলায় পরে থাকে অবুঝ এই মন হিয়া, তোমাকে পাওয়ার একবুক তাড়নাতে, এ যেন এক প্রতিবিম্বের আভাস ওই সুদূরে কোথাও।।
তোমার ভাবনাতে মন ফাগুনেতে জল্পনা চারিদিকে এ কি হলো আমার মনের ঠিকানায়, ঘুমিলেও ঘুম আসেনা জেগে জেগে অস্থির এই মনে শুধু জাগরণে সারাক্ষন।
তোমার ভাবনাতে কল্পনারা আজও ছুটে বেড়াই অবিরত তাকে পাওয়ার তীব্য বাসনায়, যেন তার ওই গোধূলি লগ্ন দুয়ারে।।
তোমার ভাবনাতে ক্ষনিকের আলোর রওশনে তার রাংতা বদনে, বাধিল শুন্যতা হিয়ার মাঝারে ভাবনীয় দ্বারে, যেন মাধবী মালতি ফুলের সুগন্ধ আকাশে বাতাসে।
তোমার ভাবনাতে ভাসলো এই মন তার ডুব সাগরে, পাড়ি দিলো উজান নদীর পাড়ে।।
খুঁজিল তাকে ডানামেলা অক্ষীর কিনারে, মায়াবী দিগন্তের আশিশা মাঝে।