সেই দেখেছি রূপকথাই তোমায়! ভেবেছি সারাক্ষন কি জানি কত কি যে, তবুও কেন কারণে অকারণে তোমাকে ছোঁয়া অবিরত।
মনে হই কালো মেঘে আকাশ টা ঢেকে নিলো! সন্ধ্যা নেমে এলো কখন যেন রাতি নেমে এলো। তবুও মন তোমার প্রতীক্ষায় দিন গুনছে, খেয়ালীর অনুভবে ওই তার মেঘালি প্রতিবিম্বে।।
বার বার চেয়ে দেখা এপাশ ওপাস! কেউ বুঝি আসে কি মন তবু বাধা যে মানেনা, সে না বলা কথা বলে হৃদয়ের মাঝারে কল্পনার আশিসে।
উদাসী মননে তাকে ঘিরে হাজারো স্বপ্নের ভিড় খেয়ালির ক্যানভাসে। আলপনাদের নানান রঙে রাঙাতে তাকে, ধরা দিতে মনের পিঞ্জিরায়।।
আজও তোমার ছবি আঁকা এই মন! বিরহের গান বাজে সারাক্ষন হৃদয় জুড়ে শুধু যে বার বার বলে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই।