কত সুর কত ব্যথা লুকিয়ে আছে এই মনে, না জানি কোথায় পাবো আমি আজ তাকে।
জীবনের ছবিটা বড়োই যে বেয়াড়া, গাল ভরা হাসি নিয়ে বেঁচে থাকা অস্থির এই মনন চিত্রে, শুধুই চেয়ে থাকা তারই পানে কল্পনার আশিশা মাঝে।। এ যেন বিরহের সুরের আভাস ওই সুদূরে কোথাও!
হে ভগবান, আর কতদিন সইবো এই ব্যথা, অসহ্য যন্তনা যে মনের ভিতর তনাছৎ জীবনের রসম্বিতা।
তবু আজ ও সেই আসা ছিল মনে, ভাবি তোমায় কবে খুঁজে পাবো এই মনুষ্যজীবনে।।