মন তবু বাধা মানে না যেতে চাই  তোমার পানে, ছড়াতে রওশন  মন দিবানাই,   পেতে চাই  সে তোমার ভাবনাই।

  ডুবিলো মন তার ওই মনন জোয়ারে, ভাষা ভাষা তার ওই  আশীশা দিগন্তে।।

  ময়ূরাক্ষীর মরীচিকার মতন তার সারি  ঘুরে বেড়াই সে অবিরত, যেন খেয়ালি দিগন্তের তীর তাহার পরে।

  তাকে নিয়ে  বাঁচা মরা, ভাবা ভাবনাতে জড়াতে প্রেমের মায়া জাল আজি তেপান্তে।।

করিতে প্রেম নিবেদন তার উজানে,  ছড়াতে রোমান্স কল্পনার জাদুবিম্বে।

ও চোখের পলকে ভাসে যেন লেখা তারই নাম হৃদয়ের পিঞ্জে, যেন একফালি চাঁদের দেখা পাওয়া কল্পনার ক্যানভাসে তার।।

আমি যেন তোমাতে বিলীন থাকি  শুধু তোমায় দেখার  ছলে,  দেবো ভালোবাসা  উজাড় করে যা কিছু আছে,  দিতে তোমায় এই দেহ মন প্রাণ।