মন ফাগুনের বৃষ্টি যেন আকাশ ছুঁতে চায় পেতে চাই তার চাওয়া-পাওয়ার হিসাব উজান ভাটিতে ।
মন মোহিনীর কলরবে উত্তাল প্রেয়সী আজ দিবানিশি প্রেমে, মজিল তার এই দেহ মন প্রাণ মনের মন্তণালয়ে।।
এই দেহ হতে তারই সুর বাজে সুরের স্বরধ্বনিতে, যেন তারই কল্পনার সান্নিধ্য আরাইতে।
ও চোখের ভাষা দিগন্তে যেন মেলার আসর বসা শ্রাবন নদীর কিনারে, যেন তার মায়া ভরা দৃষ্টিতে ফাগুনের জল্পনা।।
ভালোবাসারা আজও অন্তহীন তারই যাতনায় ওই মায়াবী পথের ক্যানভাসে, আজও মন চেয়ে থাকে তারি পানে, ছুটে যেতে সব বাধা পার করে পাড়ি দিতে রঙিন দেশে।