নারী সত্যিই  তুমি এক
          অনন্যা!
তোমার গুণের হয়না কোন ও
              তুলনা!
নানান রূপে নানান সাঁজে
  দিয়েছো মানব সেবা!
তুমি প্রথমে এলে কন্যা হয়ে  
      আবার হলে বধু!
তারপরে মাতা হয়ে স্নেহের
পরশ দিয়ে ভুলিয়েছো
      কত শত ব্যথা!
চিনালে তুমি ধর্ম জাতি
   শিখালে মাতৃভাষা!
তুমি-ই আমার স্বপ্ন মাগো
   বেঁচে থাকার আশা!