ও মন পাখি আজি তোমার দিবস রজনী, চারিদিকে তোমার ঘনঘটা যেন ওই মেঘালি প্রতিবিম্বে।
ছোঁয়াছুয়ী খেলায় তোমাকে পাওয়াতে এ যেন এক প্রাপ্তি
গহীনে কোথাও,
ভাসা ভাসা আদলে মায়াভরা চুম্বনে,তোমার চুমুক দিগন্তের আশিসা মাঝে।।
এ মন চাই রাঙাতে মন মোহিনীর উজান নগরীতে, বেড়াইতে তোমার সাথে দূর সীমানার কিনারে।
যেখানে শুধু তুমি আর আমি,
যেখানে নেই কোনো বারণ,
না আছে কোন শাসন, নেই কোনো ক্লান্তি, আছে শুধু তোমার ভালোবাসার বাহুডোর।।
কল্পনাদের মুহূর্তে হারিয়ে যেতে চাই আবেগী এই মন তোমারি তাড়নায়, দিতে ভালোবাসার সন্দীক্ষন তোমারি পরশে।