এই মন শুধুই যে তোমার ছবি আঁকে দিবানিশি! যেন ওই তার উদাসী বেলাইতে, মন মোহিনীর খেয়ালীর আশিশা মাঝে।
কল্পনার রঙে রাঙায় তাকে আজও মনের খাজানে, ওই মায়াবী পথের দিগন্তে পাড়ি দিতে তারই গহীনে।।
এ মন যেন বহমান কোনো নদী! বয়ে চলে সে অবিরত তোমারি পানে।
শুধুই প্রতীক্ষারই দিনগোনা মুহূর্তদের একরাশ ভাসা চুম্বির কিনারাই দাঁড়িয়ে, খুঁজিতে তার সান্নিদ্ধের আরাই স্বপ্নের ডানামেলা অক্ষীর নেই।।
সারাক্ষন তার কথা ভাবা! বসে থাকা আনমনে চেয়ে দেখা তারই পথপান।
কবে সে আসিবে আমার মায়াপুরে! দেখিব আমি তাহার জাদুভরা ওই মুখখানি। জড়িয়ে ধরিব আমার বক্ষ মাঝায়, করিব আদর অতি যতনে তাকে।।
এই মন পড়ে থাকে তাকে দেখিতে এক পলকে! কখন যেন তার আগমন হবে মোর হৃদয়ের হৃদয় নগরীতে, যাবো আমি দূর হতে দূরের সীমানে কোথাও।