মন তোমার হিয়ার বাধনে, আজও ময়ূরাক্ষীর তারুণ্য ভাসে, মনন তরীর ফাগুনে,
মায়াবী নেশাতে জড়াতে তোমার পরে।
হেরিয়ে কল্পনার দিগন্ত মাঝাই, ওই তার মন দুয়ারের কিনারে।।
ছড়ায় সুগন্ধ বারে বার, গুরবাতের ক্যানভাসে, ওই আলপনার সান্নিধ্যে সাওরে।
কাজল চোখের ইশারায়, তারই মেলার আসর বসা, ফুল কাননের বাগানে।
ফুটিল রামধনু নানান রঙে, সাজাতে তাকে, গোপন কোন ও আবেশে তার।।