মেঘ ডাকে কড় কড়,
বৃষ্টি বুঝি আসবে জোরে, মায়ের মন কাঁদে ছেলে নাই তার ঘরে।
কোথায় আছিস কত দূরে, আয় রে সোনা মায়ের কোলে।।
দিশাহারা প্রাণ করে আনচান, কেন এলিনা এখনও ফিরে।
পুকুরে ব্যাঙের ডাক, বাইরে বৃষ্টির শব্দ এ শুধুই মায়ের আর্তনাদ, নয় কোনো পদ্য ।।
এই বুঝি এলো ঝড়, ঐ এলো বৃষ্টি, মন শুধু ভয়ে মরে, হবে কি অনা সৃষ্টি। বৃষ্টিতে যদি ভিজি, মন তবু শান্তি খুঁজি, সবাই যদি থাকি একসাথে।।
বৃষ্টি শেষে সোনা এলো, পাখি যেন নীড় পেল,
অন্ধ ফিরে পেলো তার দৃষ্টি।