তোমার ওই হিয়া যেন দিগন্তের ভেলা,-
মিশে যায় গুপ্ত বাতের তারুণ্য মেলা।
ওই চোখের তারার সান্নিধ্য শাওরে -
ভালো লাগার কোনো যাতনার নীড়ে,
ভাসে সে খেয়ালীর আশিসা মাঝে।
মন আজও আঁকে ছবি কল্পনার ক্যানভাসে,-
বুনে সে বুনন আল্পনার মনন মাঝে।
আজও খোঁজে তাকে গোধূলির লগ্ন দুয়ারে,-
একটু আড়াল হলে পেতে চাই আজীবনে।