নাজেহাল মনে তোমাকে পাওয়া, এ যেন রাগে অনুরাগের ছুঁয়াছুয়ি খেলায়, হারিয়ে যাওয়ার কোনও আভাস সুদূরে কোথাও।
তোমার চোখ পানে চেয়ে থাকা মোর প্রতিবিম্বে এক ফালি চাঁদের দেখা পাওয়া! মন মোহিনীর উজানে যেন মায়াভরা দৃষ্টিতে, ফাগুন বেলাইতে ছড়িয়ে দেওয়া ভালোবাসার জাল ধরণীর বুক হতে দূর সীমানা ছাড়িয়ে, যেখানে শুধু আল্পনার রঙে রাঙানো পরশ মেঘনার সুগন্ধির কিনারা।।
আজি তোমার দিবস রজনী ওই সুরের সান্নিধ্যে সাওরে! মন বাতাসির সৌরভে যেন উদাসী বেলার মুহূর্তকে খোঁজা, ওই চতুস্কোন জুড়ে থাকা অন্তরাই তার।
তোমার ওই কাজল কালো হিয়াতে যেন মিশে যেতে চাই এই মন বারে বার! তাড়নাতে ভালোলাগার অনুভূতির নিঃশব্দের ভিড়ে, যেন তাকে কাছে পেতে চাই অস্থির এই মন তার চিত্রলেখায়।।
হৃদয়ের গহীনে যেন লেখা তারই নাম এক উজ্জ্বলতার নেই! ডুবে থাকে তারই পরে, শুধুই ভাবিতে তারই ভাবনা কল্পনার মাঝে।