ও আমার আল্লাহ বলে কাঁদবে আমার পিতামাতা কাঁদবে আত্মীয় স্বজন। গ্রামবাসী কেউ বা যাবে বাঁশ কাটতে কেউ খুঁড়তে আমার কবর।।
মসজিদের মাইকের আওয়াজ হবে জোরে শুনিয়ে, কখন হবে মোর জানাজার নামাজ।
একদিকে হবে আমার গোসল আরেক দিকে রান্নার তোড়জোড়, মনে হই এ যেন এক বিয়ে বাড়ির আসর।।
শেষ বেলাতে পৃথিবীর এক খাটলাতে নিয়ে যাবে আমায় চারজনায়।
কেউ বা পাবে আমার জানাজার নামাজ আর কেউ করিবে হাই হাই।।
আমার দাফন দিতে ব্যাস্ত সবাই বলিবে কখন যে যাবো বাড়ি ফিরে।
মোনাজাতে কেউ করিবে দোয়া হাত তুলে কেউ বা চলে যাবে, রইবো আমি একলা শুয়ে আমার কবরেতে।।