ভ্রষ্ট বিহগ

ভ্রষ্ট বিহগ সদলে আউশ আমন বোরো কণা খেতে খেতে মাটি বায়ু জল সব গ্রাস করে ফেলে, যেন আজাদের পদ্য ফিরে আসে - সব গেল  নষ্টদের দখলে । ধীরে ধীরে অঙ্কুরিত হয় তারুণ্যের তরুলতা, তিতুমির  তারামন সূর্যসেনী তেজে– জ্যামিতিক হারে বেড়ে উঠে পূবাল পবনে,যেন কাল বশেখ অযুত ঝালে ঝাঁপায় তাল বেতালের ভাদ্দুরে ; মহা পৌষ মাস নামে মেঘনা মানসে চাপিয়ে ঢাকার নীল শ্বাস ।  
                  
নষ্টরা কাঁপতে কাঁপতে উড়ানীতে চাপে জান আর কালো-কড়ি বাঁচাতে, কড়িগুলি কুগন্ধে ঘৃণা জাগায় জগত জলে, ছি ছি রবে মানু মাতে ;   পাপী পাখিদের ফাটা পাখা মাঝে সাজে নড়ে উঠে দিবা খোয়াবে কিংবা  ন্যাসটি ডলারের গরমে।  অভয়ে শাপলা জারুল দোলে সংসদ লনে সাথে নিয়ে পৌষের শীতল সিঁথি, হয়ত সহসা  জাগিবে আদি শ্যাম-প্রাণ ফাগুনের ঢঙে মাঘ ডিঙিয়ে ;তরুণেরা কোরাসে গাইবে বদ্বীপের সাচ্চা গীত, শত শহীদ শোভিক সারল্যে স্বর্গে সাধিবে সারি সুর-শাঁস ।
  

ডিসেম্বর ২০২৪ ।