ভয়ার্ত ভগালয়

ভাওয়াল গড় গর গর করে তলিয়ে যাচ্ছে অতল  কংক্রিটে  
মাজারি আমলা বসে বসে বন-উজারি গীত গায়  রাজার মাজারে
জয়ানশাহির জান কবজে কুটিল শুভ্রতা নিয়ে কেচি ধরে ,  
অরণ্য বিনাশী বিরাট বিচ্ছু বাহারি বেশে হাটে,      
গজারির পরগণা কেঁপে উঠে
বালিকা বিলাসমণী সোহেনী  সাধে নিরবে ,  
সাবালক কত্তা বোঝেনা গহীন সুর, মন থাকে কালো নোটে  ;    
পাতারা পতাকা রঙে ফিরে যেতে চায়  
কোষে কোষে কর্কটের কাটা কাটিয়ে,  
বিটবীরা বদল বায়ের বাদল চায়
সীতাকুণ্ড হইতে সুসং পাহাড়  ।

ভবানীপুর, ১০.০১.২৫ ।