পেলব পুরোহিত পাল্টাতে চেয়েছিল বিধি  
সেনার পক্ষে, রোমের রাজন ভীষণ বেজার হয়  
ফুল চকলেট চিরকুট দেয়া নেয়া নিষিদ্ধ  করে দেয়  
হয়ত বসন্ত বন্ধ করার এলান দিয়েছিল,  
লকআপে গেল পুরোহিত
অ্যামনেস্টি থাকলে জোর প্রতিবাদ হতো নিশ্চয় ;  

জেলে বসে প্রেমে ডুবে সেই ভ্যালেন্টাইন  
শেষে চির ঘুমে ছোড়া হলো তাকে  
নিত্য হয়ে হায় আদি ভালবাসা রাজাকে হারিয়ে,  
রাজা ছিল গোলাপ খুনি পিশাচ
এখনো অযুত গোলাপ গায়েব হচ্ছে গ্লোবে  
রাখাইন থেকে গাজা দেখে কাঁদে  ভ্যালেন্টাইন রুহ

মিরপুর, ঢাকা
১৪.০২.২৪