ভ্যালেন্টাইনের ভৎসনা
রাজা ক্লাডিয়াস রেগে যায় অনেকটা সদ্য ভোতা-ভোটে জেতা কোন রাজনের মতো
ক্রুদ্দ ক্লাডিয়াস জেলে ভরে বিশ্বাসী ভ্যালেন্টাইনকে,
কেদে উঠে সরল মানুষ এবং রোমের নদী
বন্দি ভ্যালেন্টাইন কিরণ ছড়ায় অন্ধ-নয়না জুলিয়ার তুলতুলে হৃদে,
জেগে উঠে প্রেম-আঁখি অরুণ তেজে ;
খাটি নুর দেখে খেপে যায় রাজা কোন পুরনো নেতানিয়াহু আর তার নষ্ট সখার ন্যায়
অবশেষে শেষ করে ফেলে ভ্যালেন্টাইনের প্রেম দেহ নিঠুর নাপামে ।
নব নয়নে জুলিয়া আমন্দ গাছে ফোটায় গোলাপি কাব্যিক সুর
প্রণয়ী সুরের তানে ভ্যালেন্টাইন ভেসে উঠে চির শ্যাম রঙে
ছন্দিত হয় রোম থেকে কোটি রুমে ভব মাঝে ,
তবে ভেঙ্গে যায় মন তার গাজা গুজরাট ইউক্রেন পুণ্ড্র দেখে দেখে ;
শুভ্র দ্রোহে ভৎসনা করে অসুরের কাদাময় ক্লাডিয়াসদের
ভীমপলশ্রীতে ভৎসনা করে কুৎসিত খুনি ফেসিস্তদের ।
মিরপুর, ঢাকা। ১ ফাল্গুন ১৪৩১।