ভাদর বায়
ভাদরের বায়ে ভেসে বেড়ায় অযুত ফুল –সাঈদ রুদ্র মুগ্ধ ... ,
বায়ু কনা কোলে তোলে নেয় সজল মুগ্ধতার
যেন পুরু বাতাস সহসা শুভ্র হয়ে যায় ধরলা থেকে ধলেশ্বরী
তরতরিয়ে তুরাগ তিলোত্তমা তানে নজরুল শোনায় ;
উঠে আসে সহস্র স্মৃতি লাল লাল থোকা থোকা ফোটা ফোটা,
উত্তরা রামপুরা রমনার বিহগ খোঁজে সাহসী নিলয়,
ভাদ্রের বিদ্রোহী তালে জমে নব পিঠা শ্রমী নীড়ে
চরের চিল চিত হয়ে শ্বাস ছাড়ে সংশয়ে ।
ঢাকা
২১ ভাদ্র ১৪৩১