তুখোড় তুমি
১।
তুমি মোড়ল, চাষির মুখ মলিন ;
তুমি খেপা, ওরা বোবা ।
২।
তুমি রাগী, তটিনী অনুরাগী ;
তুমি কালো কেদারায়, ঋষি নিরালায় ।
৩।
তুমি বলবান, জমিনে কাঁপন,
সামনে ধুয়াশা, পিছনে কালো কথন ।
৪।
মাচাটি কেবল তোমার আর তোমাদের
মাটি ও মলয় মানুষের ।
৫।
তুমি একাই একশ , অন্যরা চুপচাপ ;
কোটি কড়ি যায় চেরিবনে ।
৬।
তুমিই তামাশা, ছলনাময়ী ডাইনী ;
শেক্সপিয়ার সীমিত হাসে তির্যক ডায়ালগে ।
৭।
তুমি অনলবর্ষী, ট্রেনে আগুন ;
বিবশ বিটপী, লাভে পাশের মহাজন ।
(আদলটি পরমাণু কবিতার)
০৪.০১.২৪।