তরুণ তরু

ঢাকা শিলচর পুরুলিয়া পুড়েছে  আপন বর্ণ বয়ানে,
বাংলা শিমুলবৎ নড়েছিল, এমনটি নেই ইতিহাসে ;
ধীরে ধীরে ফ্যাকাসে হয়েছে বর্ণটি যেন ভুল ভেলায় ভেসেছে      
পর-সুধা গ্রাসেছে বর্গীয় লয়ে ভোগ-তালে ।
মেঘনা পাড়ের ময়না জানায় পলিজ টুইটে
কালচে কড়িতে নষ্ট নেতারা নেমে গেল কালো-নীর তলে  
তদীয় নাতিরা নড়ে-মজে পশ্চিমে,  
নদীরা ফুফায় দখলে দূষনে অশ্রোতে    
পথ পাশে সাজে বিজ্ঞাপন দূরের হরফে ;    

বাংলা আখর হয়ত হেলানে জুরাবে তরুণ তরুতে
ধনুর দোয়েল তাকিয়ে আছে সেই দিকে  ।  

২১.০২.২৫