শ্রাবণ শকট  

শ্রাবণ এসেছে এবার যেন বুলেটের রথে চড়ে
ফিলিস্তিন হয়ে ইরাবতী ঘেঁষে শাঙল ঘাসে ,      
শাওন-সুরের বদলে বেজেছে বুলেটের বোল    
যার বায়ে বহু প্রাণ আগু-পদে ছুঁয়েছে  স্বর্গের আল  
কাঁদছে মুকমানু বনলতা  ফুল পাখী  রংপুর  থেকে রামাল্লা ;          
রোদনে আর কার্বন-শাসনে তলিয়ে যেতে পারে কিছু জাঙাল ;      
সহজিয়া জীব  ভালবাসে শ্রাবণের শীধু তাল    
যেমন বেসেছে প্রাচীন আদম পরম পরাণে  ,      
আহা! তাহা আর হয় না ,  
শ্রাবণ আপাত কিছু বলে না    
কদম কেশর ক্লীব হয়ে যায় করুন লোচনে
শ্রাবণ আপাত কিছু বলে না ।
    
সহসা নূরূলদ্বীনের তটে জ্বলে উঠে  
রোকেয়ার নির্ভীক রতন, তিতুমিরের জেলিতে ,            
অযুত গুলের সুতনু হিম করে দেয় প্রশ্রিত দানবে ,              
লাখ সাথী সুর তোলে নিজ নিজ তালে ক্লাসিক  কোরাসে      
তুরাগ পদ্মা,সুরমা, গোমতী ফুরাতের পাড়ে পাড়ে ;    
ওরা শাওনের সুরেলা সুদিন ফিরাতে চায়  
হাওরে বাওরে গাজায় রমনায় বুড়ীগঙ্গায়        
বিষ-বিষমের বদ-নেট নড়িয়ে ;
        
শুভ সনে সুডোল শাঙ্ন ফিরিবে অসুর মাড়িয়ে    
গোলকের গঞ্জে গহণে , সকল মায়াবী জীবের উলুতে ।  

ঢাকা । ১-৫ শ্রাবণ, ১৪৩১ ।