সীসা ত্রাসে শালিক
১।
উজানের সীসা নীল করে দেয় পলি কলি নীর বায়
ভাত-শালিক ভাত বিহীন ছটফটায় ধরলার ধরায় ।
২।
রমনার শালিক প্রেমহারা শব্দ বিষের স্বৈরী তালে
জান তার নাহি রয় বাক ত্রাসে ।
৩।
গোছান গাছে মাথা গোঁজে বামন-শালিক বঙ্গভবনে
মাঝে সাজে সীসা-ঝড় উঠে , নড়ে নিলয় - নিরবে কাঁদে ।
৪।
গো-শালিক বুদ্বিহারা হয়ে ঢাকা দিল্লী লাহোরে ভাসে
কমলা-হলদে ঠোঁটে কালো সংকেত , জোড়ের নারাজি চুম্বনে ।
৫।
ঝুঁটি-শালিক ফিল্মি জুটির জালে ভিড়ে ,ওরা এক সাথে চায় উড়তে
তবে অপারক, সীসার জ্বালা সবার পালকে ।
৬।
গাঙশালিক বুড়িগঙ্গা পাড়ে বসে থাকে, গুমে পুবের হাওয়া ;
নষ্ট গন্ধে প্রাণ যায় যায়, ওপাড়ে ফেশান সো‘তে বিড়ালি বাতাস ।
০৭।১২।২৪