হ্রদের হৃদয়-নীরে

সলিল মহলে জমেছে জনতা – যাদের জেবে কড়ি উতলায়    
লাল সাদা রঙে রাজা বানায় মহল, হাতিয়ে  হ্রদের  হৃদয়,  
যেন প্রজা শাসনে রঙিন বিরতি চাই নিরিবিলি নীরে;  
জলমহল ভাসছে কচুরি পানার ঘেরে    
প্রজা আর পানা প্রায় একই রকম কিছু ক্ষেত্রে  
নেই নিজ কোন বায়, পরের বাতাসে দোলে ।  
  
বহু  প্রজাতন্ত্রে রাজন শিকড় বিছায় গভীরে    
রেখে যায় অযুত ক্লোন আচারে বিচারে;    
মহলে মলয় অবিরত বহে, তন্বী কেশ কাশবৎ উড়ে ;  
প্রজারা মেঘলা বিকালে প্রাসাদে উঁকি দেয়    
টিক-টকী বালা শুটে প্রীত হয়,  
হিমু সাজে ঘুরে কবিরা সাথে নিয়ে সদল বলয়  ।  

গোধুলি বেলায় অবসরী- সুরে মনে হয় বৃষ্টি নামে    
সেই সুর কিছু কিছু কবি-মানু বোঝে      
প্রখর মানব শিল্পির ছায়ায় মজে ।    
ধ্রুপদি নাচে প্রজা-শিল্পী মাতিয়ে রেখেছে মহল
নৃত্য শৈলী  ফুল ঢঙে ছড়ায়  পুরনো কাহিনী সকল  ,        
ঘুঙুর বাজে বেলা অবেলা, উপরে শরত বেশে মায়া-ছায়া ঘুরে   ;    
ভয় পেয়ে যায় দুবল প্রজা্রা, হ্রদের মিন-হিয়া হাসে,  
অতিদ্রুত নামে কাব্যিক শূন্যতা মহলে  
পরীরা নামায় নিশি নেচে গেয়ে, চোখে নীল বারি ঝরে ।      

ভিতু প্রজা নিজ নিজ নীড়ে ভিড় করে  
ভুলে যায় মহল-বিলাপ স্বল্প বিলাসে,    
ভীরু প্রজা প্রজা থেকে যায় সব তটে ;      
অধুনা রাজনকূল  প্রাসাদ বানায় ভবের শ্যামল সলিল সরিয়ে        
বৈচিত্র্য-পিয়াসী সার্ক-কনে মিডিয়া নড়ায় প্লেকার্ডে ,      
সুশীল মঙ্গল পাণ্ডে জ্বলে রাজ-কাণ্ডে নীরব রোদনে  
সিপাহীজলা হইতে লাগুয়া জলের সিপাইবাগে।          

আগরতলা ও ঢাকা । ১৬.০৮-২৪.০৮.২০২৩