রাগ রিমাল

রিমাল  রাগে নুয়ে পড়ে জারুল ঝোপের ঝাঁর  
খানিক দূরে ব্রহ্মপুত্রে হালকা নড়ন ,
আপাত স্বস্তিতে ছাড়ে হাওয়া হাওর এক্সপ্রেস  অকাল বন্যার ত্রাসে  ;  
দখিনে হরিণ এবং মানব-হরষ  হারিয়ে বিষাদে সুন্দরবন  ।
মরতে মরতে বেচে যায় উপকূল শত ক্ষত নিয়ে যেন এক গাজার আচল
ভাসে কয়রা হইতে কলাপাড়া ,  
সমুদ্রের বাতাসে নড়ে উঠে  নষ্ট নগরের মেট্রোরেল বিলম্ব-বৃষ্টি বাড়িয়ে ।

অচিরেই  ভাঙা বাঁধের বালি ভরে দিবে কর্তাকুলের খতি , ঝলক বাড়াবে বনানীর ;  
হয়ত হরিণী আর প্রান্তের প্রজা থাকবে কুল হারা সব হারিয়ে অনেক বছর  ।  

মিরপুর, ঢাকা । ২৯.০৫.২৪