পো থেকে পদ্মায়

হয়ত পো নদীর পাড় থেকে মুসুলিনী হিটলার ছুয়ে ছুয়ে
শব্দটি ছড়ায়  ধরার ধারে ধারে কিছু আগে আর পরে,  
লাল নেশার মতন প্রিয় হয়ে উঠে দুষ্টু রাজন গঞ্জে  
করোনার মতো তার কোণ বাড়ে ;

এটি আসে অজুত আদলে শতেক শৈলীতে    
কোথাও স্বৈরী সূর্য সাজে  
কোথাও আসে পিশাচী পবন বাজিয়ে
কোথাও আসে জিনে ভর করে
কোথাও পিষিয়ে নিযুত জন-সুর    
কোথাও কোরাসি রাগে আফ্রিকান আস্তিনে
কোথাও আসে ঐশী বায়ের দোহাই দিয়ে
কোথাও আসে বাম পায়ে  
কোথাও  হাটে ডান পদে ;  
    
পো থেকে পদ্মায় আসে যায় ভাসে উড়ে কড়ি-মুড়ি খেয়ে    
কেদারা থেকে কেদারায় কথা কহে ভাইরাল বেগে;    
বদ্বীপে সংকর মানু-দেহ নড়ে জি জি বা ছি ছি শ্লোগানে ;    
শব্দটি বাংলা অভিধানে ঘর পায় , সেটি হলো ফাসিষ্ট ।    



২৫।০১।২৫