পাংশু পুচ্ছ
শিখড়ি ঘেঁষে ঘেঁষে চলন বলন খুবই প্রীতকর
মনে হয় এই কাল ক্ষণ দারুন মনোহর ,
আপন শিকড় গুলি স্মৃতিতে বাজায় সুর
যারা তৈরি করে ছিল জমিন মাখিয়ে গহীন আদর;
ভোর ভাসে পাখির দখিনা-কোরাস নিয়ে
যেন নজরুল বাজে ফিরোজার গলে ,
বিহগের সাথে সুবহে সাদিকের সালাতি সুর সখ্যতায় মজে ;
বৃক্ষরা বাহারি ছন্দে দোলে ধ্রুপদী রাগে ।
নিকটে কংক্রিট কুঞ্জ লুটায় ভোগী বায়ে
ধূলি গিলে খায় অম্লজান, বিমল বাতাস আছে গুমে;
নীল-কালো স্থাপনা বিতনু-বিটপী মাড়িয়ে বসে
দখলদারি মাদলে ,
মনে হয় যেন নিরস কঠিনে ক্লান্ত গরল গ্রাফিতি
হয়ত ওরা পঙ্কিল পথে পাকিয়েছে পাংশু পুচ্ছ ।
ঢাকা । ১২.০৩.২৫