পাখিদের পথ
ফরিদ হাসান
১।
অকালে শুকায় দুধকুমার, কুমার থেকে করা হল বৃদ্ধ
চিত্রিত প্রোস্টেট গ্লেন্দে যেন বিষ ঢেলেছে দূরের পাষাণ
আশেপাশে সখা সখী সাধে অন্য তান ;
চরের চিলেরা চাঁদের দিকে চঞ্চু হাকায়
বিষাদী গান মনে পড়ে যায়- আহা রে
অবশেষে পরিযায়ী পথে পা বাড়ায় সাহসী রথে ।
২।
পাটগ্রামে লাশ পরে থাকে, ভয়ে পাখিরা দখিনে দৌড়ায়
সেখানেও সদ্য-শব নাফ তটে ;
পাখিরা এবার কোরাসে উড়াল দেয় পাখায় গুঁজে অসি
যেন কোন স্পাইডার-আলেকজান্ডার ,
সুপুষ্ট পরিসীমা পেতে ছটপটিয়ে একাত্তরে ভাসে
সহসাই লাল অ্যাল্ডারে তাকায় শিমুল ডানায় বসে ।
‘অভিযাত্রিক-২৪‘
ফেব্রুয়ারি২০২৪
ঢাকা।