এক।
ভোটে  ভাতে হাহাকার তবু অসি দোলে মরু সাহারার লাভগ্রাসে।

দুই।
ভোটে- ভাতে ভরপুর পেন্টাগনী  অসিবীণ বাজে পৃথ্বীর পুরে পুরে, ছি ছি  ডাকে ছানা- হাঁস।
    
তিন।
ভাতে ভর করেছে সুডৌল বাতাস ইয়াংজি পাড়ে, প্রশ্ন বানে ভোট-বায় প্রাচীন দেয়াল ঘেঁষে ঘেঁষে।
    
চার।
খুদ-ভাত কিছু নেই, কোটি করে কাজ নেই , কিন্তু হিমালয় ঝিলে লাল নীল এটম হাঁক তোলে
।    


(জাপানি সেনরু আদলে লিখিত)

মিরপুর, ঢাকা। ২৬.০৪.২৪