নিকৃষ্ট নৃপমণি হাজির  হল এক শ্রাবণ সন্ধ্যার  নীপবনে
গায়ে লাল-খয়েরী রঞ্জন, চোখে করাল কাজল,  কদম কেশর কাতরে ;
রুক্ষ উগ্র বচনে শিরহীন  স্রোতা বাহাবা বাজন বাজায়  
তবে দুরের তির্যক গ্রীবা কাল-বশেখি তালে দোলে ,
দেখে মুড ঘুরে যায় সব জীবের সহসা, যেন কোন ঐশী-মর্ত তানে
নৃপ নত স্বরে ভজন ধরে অনাগতের সনে ।    


শ্রাবণ১৪৩১।