নাফে নবাগত
সাদা কেশ আর পিরানের মিশ্র ঢেউ নিয়ে নাফ তীরে আগন্তুক হাটে
সৈকতী-দোয়েল বলছে মনে হয় যেন কোন লাট ঘুরে সৎ রঙে ,
উখিয়া-কোকিল বলে কতজন আসে যায় তবু তাঁবু নাহি নড়ে
তারবাবু ভিতরে কাঁদে হাজার নারী শিশু, ফুফায় সভ্যতা চৈনিক ঝাঁজে ;
তিতে তেজারতি আর কূটনীতি কুটিল তটে তানপুরা বাজায় মিশেল ছন্দে
ভিনদেশী বহুজাতিক অংশী প্রথমে তাকায় নিজ পানে ,
রোদন ভরা রোহিঙ্গা নবাগতের চলনে নয়াণ হানে ।
শুভ্র আগন্তুক আটকে যেতে পারে লাল নীল কালো ফিতায়
কখনো জেনে ভা কখনো নিউইয়র্কের কখনো এশিয়ায়
এখন অসুর সুরের ব্যান্ড চলছে প্রহেলিকায় ।
মার্চ ২০২৫।