হেলে দোলে বহু তালে বহে হামাস হাওয়া লোহিত লনে
শুধু মুক্ত হতে চায়, চায় কেবল বসতি আপন জমিন
উড়ে উড়ে ঘুরে ঘুরে শুধুই পতাকা উড়ায় ;
সকল সরল ফুল দেয় উলু ধ্বনি উত্তরে দখিনে
পশ্চিম নিশ্চুপ যেন মৃত মহেঞ্জোদারো ।
অচিরেই জাগিবে পাশ্চাত্য কলি
নিজ সভ্যতা গোছাবে, গাজায় গজাবে গোলাপ ।
ঢাকা। ০৯।১২।২৩